বাস্তবায়ন কাল: জানুয়ারি, ২০২৩ - জুন, ২০২৫
প্রাক্কলিত ব্যয়:
মোট: ৭০.৬৩ কোটি টাকা
জিওবি: ১৩.৬৩ কোটি টাকা
প্রকল্প সাহায্য: ৫৭.০০ কোটি টাকা (কোইকা)
প্রকল্পের উদ্দেশ্যঃ
১. চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার পরিবহন মাস্টার প্ল্যান তৈরি করা,
২. যানজট কমানো, পরিবেশ এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিবেশবান্ধব আরবান মেট্রো সিস্টেম নির্মাণের সম্ভাবতা যাচাই করা।
৩. সড়ক ও যানবাহন ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিটিসিএ, সিডিএ (চট্রগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি), সিসিসি (চট্রগ্রাম সিটি কর্পোরেশন) এবং সিপিএ ((চট্রগ্রাম পোর্ট অথরিটি)) এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।
প্রকল্পের প্রধান কার্যক্রমঃ
১. পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন।
২. মেট্রোরেল নির্মাণের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা।
৩. ডিটিসিএ, সিডিএ, সিপিএ এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের পরিবহন সেক্টরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।