নীলিমা আখতার
নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব)
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
জনাব নীলিমা আখতার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে নীলিমা আখতার ০১ (এক) কন্যা সন্তানের জননী। তিনি গাইবান্ধা জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে জেডিএস স্কলারশিপ প্রোগ্রামের অধীনে জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তাঁর স্নাতকোত্তর গবেষণার বিষয় ছিল “Japanese ODA and Governance of Bangladesh”.
তিনি ১৯৯৩ সালে ১১তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকুরিতে যোগদান করেন।
তিনি বিভিন্ন স্তরে সততা, দক্ষতা, নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের পরিচালক ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ভারতীয় এলওসি প্রকল্প, বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) মোটরযান চুক্তি, ভারতের সাথে দ্বি-পাক্ষিক সহযোগিতার অধীনে গৃহীত বিভিন্ন কার্যক্রম, ফাস্ট-ট্র্যাক প্রকল্পসমূহ বিশেষ করে মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগ গ্রহণ ও পর্যালোচনা এবং অগ্রগতি পর্যবেক্ষণ কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিলেন। তিনি অতিরিক্ত সচিব হিসাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরবান ট্রান্সপোর্ট শাখার দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি বিভিন্ন দেশে প্রশিক্ষণ/কর্মশালায় অংশগ্রহণ করেছেন। উচ্চ-পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপ-আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিদেশী মিশনে অংশগ্রহণ করেছেন।