বাস্তবায়ন কাল : মার্চ ২০২০ – ডিসেম্বর ২০২৪ (সংশোধিত)
প্রাক্কলিত ব্যয়: জিওবি: ২৪.৪৯ কোটি টাকা
প্রকল্পের উদ্দেশ্যঃ
১. বাস রুট যৌক্তিকিকরণ, কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা কাঠামো এবং বাস্তবায়ন পরিকল্পনা প্রস্তুত করা।
২. বাস ফ্লিট স্পেসিফিকেশন, বাস বে ও স্টপের প্রাথমিক নকশা, বাস ম্যানেজমেন্ট সেন্টার এবং স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ ব্যবস্থার প্রবর্তন করা।
৩. একটি কাঠামোগত পদ্ধতিতে সিটি বাস পরিষেবা পরিচালনার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিকাশের মাধ্যমে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং বাস অপারেটর কোম্পানি গঠন করা।
প্রকল্পের প্রধান কার্যক্রমঃ
১. নতুন প্রয়োজনীয় সকল ট্রাফিক সার্ভে বিশেষত গণপরিবহণের উপর সার্ভে (অরিজিন-ডেস্টিনেশন, বোর্ডিং-এলাইটিং ইত্যাদি) পূর্ববর্তী ও নতুন ট্রাফিক সার্ভে হতে প্রাপ্ত তথ্য-উপাত্তসমূহ রিভিউ ও হালনাগাদ এবং এর ভিত্তিতে ভবিষ্যৎ ট্রাফিক চাহিদা নিরূপণ।
২. বাস রুট ও বাসের সংখ্যা চূড়ান্ত করা। প্রতিটি রুটের টপোগ্রাফিক সার্ভে।বাসের স্পেসিফিকেশন, পুরাতন বাস স্ক্র্যাপিং ও পুনর্বাসন প্রক্রিয়া নির্ধারণ।
৩.বাস রুট ফ্র্যাঞ্চাইজ চালুর লক্ষ্যে ডিপিপি ও টেন্ডার ডকুমেন্ট প্রস্তুত।
৪. প্রয়োজনীয় বাস-বে, বাস-স্টপ, যাত্রী ছাউনি ইত্যাদির নির্মাণের জন্য নকশা তৈরি। বাস পরিচালনা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, কোম্পানিসমূহ ও সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ
৫. বাস পরিচালনার জন্য Intelligent Transportation System (ITS) সমন্বিত কন্ট্রোল সেন্টার গঠনের ধারণা প্রদান।
৬. বাসে র্যাপিড পাসের প্রচলন।