সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রতারক চক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর কর্মকর্তা পরিচয়ে ডিটিসিএ এর নাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন পন্য/সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পন্য/ সেবা সরবরাহের কার্যাদেশ প্রদান করছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর কোন সংশ্লিষ্টতা নেই।
অতএব, বিভ্রান্তিমূলক প্রলোভনে পড়ে, পরিচয় নিশ্চিত না হয়ে কোন ব্যক্তি/প্রতারকের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য এবং কোনরূপ পন্য বা আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল। ডিটিসিএ সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ডিটিসিএ এর ওয়েবসাইট www.dtca.gov.bd ভিজিট করুন। ডিটিসিএ এর সকল কর্মকর্তাদের হালনাগাদ তথ্যাদি (ফোন নাম্বার ও ইমেইল) ওয়েবসাইটে প্রকাশ করা আছে।