Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের গৌরবোজ্জ্বল উদ্দীপনায় ২২ সেপ্টেম্বর-২০২১ "বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস" উদ্​যাপন উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা

 

 

আগামী ২২ সেপ্টেম্বর-২০২১ “বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস” উদ্​যাপন উপলক্ষ্যে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিতকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

 

রচনার বিষয়ঃ "ব্যক্তিগত গাড়ি নয়, গণপরিবহনে ও হেঁটে স্কুলে যেতে চাই"

 

 

অংশগ্রহণের নিয়মাবলী:

১। উল্লিখিত রচনা বাংলায় কম্পিউটার কম্পোজ করে .pdf ফরমেটে প্রেরণ করতে হবে।

২। রচনা প্রেরণের সময় অংশগ্রহণকারীদের নিম্নবর্ণিত তথ্য প্রদান করতে হবে।

     ক) নাম

     খ) শ্রেণী

     গ) শিক্ষা প্রতিষ্ঠানের নাম , ঠিকানা , ফোন নাম্বার ও ইমেইল

     ঘ) অংশগ্রহণকারীর ইমেইল

     ঙ) অংশগ্রহণকারীর মোবাইল নাম্বার

     চ) শিক্ষাপ্রতিষ্ঠান প্রদও আইডি কার্ডের ছবি

৩। রচনাটি সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে হতে হবে।

৪। রচনায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারে যানজট, পরিবেশ দূষণ প্রভৃতি সমস্যা, গণপরিবহন ও হাঁটার সুফল/উপকারিতা ইত্যাদির প্রতিফলন থাকতে হবে।

৫। আগামী ২২ অক্টোবর ২০২১ খ্রি: দিবাগত রাত ১১:৫৯ মিনিটের মধ্যে লিখা জমা দিতে হবে।

৬। রচনা wcfd2021@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে।

 

পুরস্কার :

১। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ তিন জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।

২। পুরস্কার বিতরণের তারিখ ও স্থান পরবর্তীতে নির্বাচিত অংশগ্রহণকারীদের স্ব স্ব ইমেইল ঠিকানায় ও ডিটিসিএ এর ওয়েবসাইট  www.dtca.gov.bd  এ প্রকাশ করা হবে।

৩। বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

এ সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগঃ

সৈয়দ মাহফুজ-উল-ইসলাম
ডেপুটি আর্কিটেক্ট
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
১৩-১৪ তম তলা, নগর ভবন, ঢাকা -১০০০
মোবাইলঃ +৮৮০১৯১৩১৬৮৮৪২
ইমেইলঃ darch@dtca.gov.bd